শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি চট্টগ্রামে

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।

দেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন ফিরিয়ে দিতে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রবিবার (১৬ মার্চ) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সামনে যায়যায়দিনের প্রধান কার্যালয় অবৈধ দখল ও ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। মানববন্ধন শেষে অবিলম্বে যায়যায়দিন পত্রিকার প্রধান কার্যালয় অবৈধ দখলমুক্ত এবং ঠুনকো অভিযোগে ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আইন-বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার গণমুখী নানা পদক্ষেপের মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে নতুনভাবে তুলে ধরছে। অথচ কিছু সুযোগসন্ধানী এবং বর্ণচোরা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত। তারই ধারাবাহিকতায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমান অবৈধভাবে সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার তেজগাঁও শিল্পাঞ্চল প্রধান কার্যালয় দখল এবং ঠুনকো অজুহাতে পত্রিকার ডিক্লারেশন বাতিল করিয়েছেন। এটি শুধু গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর অন্যায় আক্রমণ নয় বরং স্বাধীন সাংবাদিকতার ওপর একটি হুমকি।

বক্তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা একধরনের ফ্যাসিবাদী আচরণ, যা কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে এই অন্যায়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং যায়যায়দিন পত্রিকার স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালুর ব্যবস্থা করতে হবে। আমরা চট্টগ্রামের সাংবাদিক সমাজ, বুদ্ধিজীবী ও গণতন্ত্রকামী নাগরিকরা এই অন্যায় কর্মকাণ্ডের পরিসমাপ্তি ঘটাতে যেকোনো কর্মসূচিতে ঐক্যবদ্ধ।

মানববন্ধনে অংশ নেন দৈনিক যায়যায়দিন-এর সিনিয়র রিপোর্টার খোরশেদুল আলম শামীম, স্টাফ রিপোর্টার মনির ফয়সাল, সিনিয়র নির্বাহী রাজীব গাঙ্গুলী, মাল্টিমিডিয়া রিপোর্টার সাইদুল ইসলাম মাসুম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবিদুর রহমান বাবুল, দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদক আব্দুল কাইয়ুম, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিবেদক ইরফানুল হক, দৈনিক মানবজমিনের প্রতিবেদক মু. ছগির মাহমুদ, দিগন্ত বার্তার ওমর ফারুক, দৈনিক কালবেলা চন্দনাইশ প্রতিনিধি খালেদ রায়হান, মানবজমিন চন্দনাইশ প্রতিনিধি আমিনুল ইসলাম, বাংলাদেশের খবর চন্দনাইশ প্রতিনিধি হেলাল উদ্দিন, মানবকণ্ঠ চন্দনাইশ প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক যায়যায়দিন রাউজান প্রতিনিধি মীর আসলাম, চন্দনাইশ প্রতিনিধি ও চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, হাটহাজারী প্রতিনিধি ও হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি আব্দুল জব্বার ফিরোজ, কর্ণফুলী প্রতিনিধি মো. জাহাঙ্গীর, সীতাকুণ্ড প্রতিনিধি শেখ সালাউদ্দিন, বাঁশখালী প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ, মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন জীবন, বোয়ালখালী প্রতিনিধি রাজু দে, পটিয়া প্রতিনিধি ওবাইদুল হক পিপলু, রাঙ্গুনিয়া প্রতিনিধি ইলিয়াস হোসেন তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তামিম আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ