শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাঙ্গুনিয়ায় প্রেমিককে মারধর, প্রেমিকাকে অপহরণের চেষ্টা: জনতার হাতে আটক

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রেমিককে মারধর করে তার সঙ্গে থাকা প্রেমিকাকে অপহরণের চেষ্টাকালে কথিত খলনায়ককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার লালানগর ইউনিয়নের চাঁদ নগর এলাকায় এ ঘটনা ঘটে। আটক মো. রফিক একই উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের আন্ন সিকদার পাড়া হাজী তাজুল মল্লিকের ছেলে।

ভুক্তভোগী যুগল মো. আবিদ ও মনিকা আক্তার। মনিকার বাড়ি ঢাকা এবং আবিদের বাড়ি বোয়ালখালী উপজেলায়। ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর তারা ১৫ দিন আগে পালিয়ে এসে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করেন।

জানা যায়, আবিদের সঙ্গে রফিকের পূর্ব পরিচয় ছিল। সেই সুযোগে রফিক তাদের তার নিজ গ্রামের বাড়িতে বেড়ানোর কথা বলে লালানগর পাহাড়স্থ চাঁদ নগর এলাকায় নিয়ে যান। এরপর রফিক ও তার ৪-৫ জন সহযোগী আবিদকে মারধর করে তার মোবাইল ও মানিব্যাগ কেড়ে নিয়ে হত্যার ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে মনিকাকে টেনে পাহাড়ের দিকে নেওয়ার সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রফিককে আটক করে পুলিশে সোপর্দ করে।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার জানান, এ ঘটনায় মনিকা আক্তার বাদী হয়ে রফিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলার পর আসামিকে হাজতে পাঠানো হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ