১২ মার্চ, বুধবার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডস্থ শাহ্ মীর মুনিরীয়া দরবার শরীফে আনজুমানে গাউছিয়া বারীয়া মীর মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য, আমিরুল মুমিনিন হযরত আলি (রা.), খাতুনে জান্নাত মা ফাতেমাতুয জাহরা (রা.)’র ওরশ শরীফ, ইয়াওমুল বদর ও ইমামুত ত্বরীকত হযরত আব্দুল বারী শাহ্ (রহ.)’র ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবু ছাদেক মুনিরীর সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের বর্তমান পীর সাহেব, পীরে ত্বরীকত হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরী (ম.জি.আ.)।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সরওয়ার আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মাহবুবুল আলম, মোবারক হোসেন কাঞ্চান, নাজিম উদ্দিন শাহিন, একেএম মহিউদ্দিন আজম তালুকদার, শাহজাদা এস.এম. আবু শোয়াইব মুনিরী, আলহাজ্ব মাওলানা সৈয়দ জাহাঙ্গীর আলম মুনিরী, শাহজাদা মাওলানা সৈয়দ আইনানুল হক মুনিরী, মুহাম্মদ রাশেদ করিম, মাওলানা ইয়াহইয়া, জনাব মুহাম্মদ ইউসুফ, আবুল মনসুর এবং ইসলামিক ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলার এমসি মাওলানা উমর ফারুকসহ আরও অনেকে।
তকরির পেশ করেন মাওলানা সৈয়দ মুহাম্মদ আসিফ উল্লাহ্ কাদেরি।
মাহফিলে বক্তারা বলেন, রমজানের মূল শিক্ষা হলো পরহেজগারিতা, যাতে মহান আল্লাহর ভয় অন্তরে ধারণ করা যায় এবং উত্তম চরিত্র ও সঠিক আদর্শ গ্রহণ করা যায়।
পরিশেষে মিলাদ কিয়াম, দেশ ও জাতির কল্যাণ এবং সুখ-শান্তি কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।