রবিবার, ২০ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

২৬ মার্চ চীন রওনা দেবেন ড. মুহাম্মদ ইউনূস, সফর চূড়ান্ত

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর, প্রথম দ্বিপাক্ষিক সফরের জন্য চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ, চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইটে তিনি চীন রওনা দেবেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সফরটি চলাকালে শি জিন পিংয়ের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়া সম্মেলন। সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে চীন। সফরটি বাংলাদেশ সরকারের সবুজ সংকেত পাওয়ার পর চূড়ান্ত হয়। এর আগে জানুয়ারিতে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও চীনে দ্বিপাক্ষিক সফর করেছিলেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ