গতকাল সোমবার (৩ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার মেখল সত্তার ঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে।
জানা যায়, তারা ওয়াইফাই কাজের উদ্দেশ্যে ইছাপুর এলাকায় গিয়েছিল। সেখান থেকে হালদা রিভার ভিউ এলাকায় ঘুরতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের গতি অত্যন্ত তীব্র ছিল। ফলে, মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লেগে তারা ছিটকে পড়ে সড়কে। এতে একজনের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন এবং আহত সৌরভকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত আকবরের বাড়ি সীতাকুণ্ডের কুমিরা এবং আহত সৌরভ উপজেলার ধলই ইউনিয়নের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।