৩ মার্চ, সোমবার সকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
এসময় বিভিন্ন মুদি দোকান, কাঁচা বাজারের দোকান, ফলের দোকানে মূল্য তালিকা না থাকা এবং পণ্যের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৭,০০০ (সাত হাজার) টাকা জরিমানা করা হয়।