মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
spot_img
শিরোনাম

সীতাকুণ্ডে অস্ত্রসহ চারজন আটক, ৩/৪ জন পলাতক

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু নির্দেশনা সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান এর তত্বাবধানে এসআই মোঃ ইদ্রিস আলী, এএসআই মোঃ আরিফ হোসেন,এএসআই মোঃ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সীতাকুন্ড মডেল থানাধীন ৬নং বাঁশবাড়ীয়া ইউপিস্থ রহমতের পাড়া, চৌধুরী মার্কেট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে জৈনক এখলাছ এর ভাড়া টিনসেড বাড়ীর উওর-পশ্চিম কর্নারের রুম হইতে আসামী ১। মোঃ নাহিদ পারভেজ (২৫), পিতা- মো হানিফ, মাতা- আছিয়া খাতুন,সাং-উত্তর আকিলপুর (ইদ্রিস মেম্বারের বাড়ী), ০৯ নং ওয়ার্ড,০৬ নং বাশঁবাড়ীয়া ইউনিয়ন, থানা- সীতাকুণ্ড, ০২। মোঃ মারুফ হোসেন (২৬),পিতা-আনোয়ার হোসেন, মাতা- খুরশিদা আক্তার, সাং-আকিলপুর (ইসলাম মেম্বারের বাড়ী/আনোয়ার হোসেনের বাড়ী), ০৬ বাশঁবাড়ীয়া, থানা- সীতাকুন্ড, এবং পলাতক আসামী ০৩। মোঃ জসিম উদ্দিন প্রঃ রুবেল (৩২), পিতা- মৃত মাহবুব হক প্রঃ মাহবুব সওদাগর, সাং-দক্ষিন নড়ালিয়া (ফয়জুর রহমানের বাড়ী) বাড়বকুন্ড, থানা- সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম ৪। মোঃ রিয়াদ (২৮), পিতা- মোঃ ছুট্টো,সাং-রহমতের পাড়া, চৌধুরী মার্কেট, ০২ নং ওয়ার্ড, ০৬ নং বাশঁবাড়ীয়া ইউপি, থানা- সীতাকুন্ড, জেলা-চট্টগ্রামসহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীদের হেফাজত হইতে (ক) ০১ টি চাইনিজ কুঠার , (খ) ০১ টি চাইনিজ কুঠার যাহার বাটসহ(গ) একটি লোহার তৈরি প্লাস (ঘ) কাঠের বাটসহ ০১ টি ছুরি (ঙ) ০১ টি কাটার যাহার (চ) ০১ টি এসএস স্টিলের তৈরি প্লাস (ছ) কাঠের বাটযুক্ত ০১ টি লোহার তৈরি রেত যাহার দৈর্ঘ্য বাটসহ ২৫/০২/২০২৫ ইং তারিখ ২২.৩০ ঘটিকার সময় উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে মামলা নং-৩১,

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ