শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সিলেটে চলমান অপারেশন ডেবিল হান্টে গ্রেপ্তার ছাত্রলীগ ছাত্রলীগের ৬ নেতাকর্মী

অনলাইন ডেস্ক

চলমান অপারেশন ডেবিল হান্টে সিলেটে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতা এবং দুইজন স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতা। সিলেট মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তাররা বিভিন্ন মামলায় আসামি এবং তারা পলাতক ছিলেন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সিলেটের জৈন্তাপুর কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ (৩১), জেলা ছাত্রলীগ নেতা মো. সোহাগ (২৮), এসএমপির শাহপরান থানার সদস্য ইন্দ্রজিৎ বিশ্বাস (২৮), ছাত্রলীগ কর্মী জুয়েল আহমদ (২৬), স্বেচ্ছাসেবক লীগের সাবেক সেক্রেটারি মো. খলিলুর রহমান (৫০) এবং আওয়ামী লীগ কর্মী বাদশা মিয়া (৫০)।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ