খাগড়াছড়ির মাটিরাঙা পৌর এলাকায় ইসলামিয়া আলিম মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
১২ই ফেব্রুয়ারি বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় যান এবং মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং ভবিষ্যতে জেলা পরিষদের অর্থায়নে নতুন ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।
এ সময় চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, সদস্য কংজগ্রু মারমা, সদস্য এডভোকেট মনজিলা সুলতানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।
পরিদর্শন শেষে তিনি উপজেলা পরিষদে এসে উপজেলা নির্বাহী কার্যালয়ে মাটিরাঙার একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।