চট্টগ্রামের বাঁশখালীতে নাশকতা মামলার আরও এক আসামি পুলিশের জালে আটক হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত পলাতক ও নাশকতা মামলার অন্তত দুই ডজনের অধিক আসামিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।
অপারেশন “ডেভিল হান্ট”-এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে থানা পুলিশ উপজেলার পুঁইছড়ি ইউপির ৫ নম্বর ওয়ার্ড এলাকার মৃত নুরুল আলম চৌধুরীর পুত্র, নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা ফরহাদুল আলম চৌধুরী (৩০) কে গ্রেফতার করে। একইভাবে পৃথক অভিযান পরিচালনা করে কালীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার মৃত হোসেনুজ্জামানের পুত্র মো. হেলাল (৩২) নামে আরও এক নাশকতা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, নাশকতা মামলায় গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, বাঁশখালীতে চাঁদাবাজি, দখলবাজি, মাদকদ্রব্য ব্যবসা, চুরি-ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন ওসি সাইফুল ইসলাম। তারই ধারাবাহিকতায় নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে বাঁশখালী থানা পুলিশ। এরই মধ্যে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং নাশকতা মামলার অন্তত দুই ডজনের অধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান পরিচালনা করে একের পর এক চমক দেখাচ্ছে (ওসি) সাইফুল ইসলাম। “অপারেশন ডেভিল হান্ট” অভিযান চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।