শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ

অনলাইন ডেস্ক

জাতিসংঘ জুলাই-আগস্টে বাংলাদেশে সংঘটিত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ওপর একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে। এই প্রতিবেদনটি আজ, ১২ ফেব্রুয়ারি, বুধবার, দুপুর আড়াইটায় জেনেভায় প্রকাশিত হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর একথা নিশ্চিত করেছে।

সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য দেবেন। তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, গত জুলাই ও আগস্টে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি প্রমাণ পেয়েছে। কমিটি তদন্তে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে।

এটি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তের পর জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশে করা প্রথম তদন্ত। গত জুলাই-আগস্টে কোটাবিরোধী আন্দোলনের সময় নির্বিচার গুলিবর্ষণ এবং হত্যাযজ্ঞের অভিযোগ ওঠার পর জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছিল।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ