বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

পটিয়ায় ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি

আ.ন.ম সেলিম উদ্দিন, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে শিবির চট্টগ্রাম জেলা পশ্চিম সাংগঠনিক শাখা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা র‍্যালি ও সমাবেশের আয়োজন করে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়ার ইন্দ্রপুল এলাকা থেকে র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাহাত আলী স্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম সাংগঠনিক শাখার সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ফরমানুর রহমান জিহান, বায়তুলমাল সম্পাদক আব্দুল হামিদ, অফিস সম্পাদক সারতাজ আরেফিন, পটিয়া শহর শিবিরের সাবেক সভাপতি গাজী আবুল কালাম, আশিকুল মোস্তফা তাইফু প্রমুখ।

ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, শিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য কাজ করে যাচ্ছে। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাদের মিছিল-সমাবেশের ন্যূনতম অধিকারটুকুও কেড়ে নিয়েছিল। অতিদ্রুত প্রশাসন থেকে ফ্যাসিবাদের ভূত তাড়াতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ছাত্রশিবির নেতৃবৃন্দ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ