বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

বাঁশখালীতে আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতাকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার কালীপুর ইউনিয়নে থানা পুলিশ এসআই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের এই দুই প্রভাবশালী নেতাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে থানা সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।

আটককৃত আসামীরা হলেন- উপজেলার কালীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জিন্নাত আলী তালুকদার বাড়ীর মৃত মোক্তার আহমদের পুত্র মোহাম্মদ আলী রাজু (৪২), অপরজন একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বড়পাড়া এলাকার মৃত নুরুজ্জামানের পুত্র মোঃ খালেকুজ্জামান (৪৫)।

আসামীদ্বয়কে আটকের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ