চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের কাজিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি দোকানের মালিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরীর উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, “এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা চেষ্টা করছি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত ঘুরে দাঁড়াতে সহায়তা করতে। প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে।”
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই দুর্যোগ কাটিয়ে উঠে পুনরায় ব্যবসা শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, আজ ভোরে কাজিরহাট বাজারে ভোররাতে চায়ের দোকান থেকে শুরু হওয়া এক অগ্নিকাণ্ডে ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে দোকান মালিকদের কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়। প্রশাসনের এই সহায়তা স্থানীয়দের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা ও কৃতজ্ঞতা বাড়িয়ে দিয়েছে।