ফটিকছড়িতে আজিজুর রহমান কাশেম (৫০) নামে এক জনপ্রতিনিধি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার দিনগত রাতে উপজেলার নানুপুর বাজারের নিজ দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। আজিজুর রহমান কাশেম নানুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় (মামলা নং-১৬) আমরা নানুপুর ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুর রহমান কাশেমকে গ্রেফতার করেছি।”