শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

সন্দ্বীপে কৃষিজমির মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা জানান, উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষিজমি কেটে পুকুর তৈরি ও মাটি বিক্রির অপরাধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন সোহরাব হোসেন (পিতা: ফজলুল হক) – ৫০,০০০ টাকা, আশরাফ উল্লাহ (পিতা: ফখরুল ইসলাম) – ৫০,০০০ টাকা

তিনি আরও বলেন, কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ