শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ফটিকছড়িতে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

কামরুল হাসান, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

ফটিকছড়িতে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় দু’টি ইটভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার পাইন্দং ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-কাদের। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেখার উদ্দীন। অভিযানে র‍্যাব-৭, ফটিকছড়ি থানা পুলিশ, ফায়ার স্টেশন এবং বন অধিদপ্তরের কর্মীরা সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত আইন ২০১৯) এর কয়েকটি ধারা লঙ্ঘন করায় মেসার্স মনির আহমদ (এমএ), মেসার্স জনতা ব্রিকস (জেবি) ও মেসার্স মর্ডান ব্রিকস (এমবি) নামে তিনটি ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় মেসার্স মনির আহমদ ব্রিকসকে ৩ লাখ টাকা ও মেসার্স বক্কর ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-কাদের বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে তিনটি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং দুটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ