বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

হত্যাকাণ্ডের তদন্তে রিমান্ডে সাবেক মেয়র

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে বাড্ডা থানার লেগুনা চালক মো. সুমন শিকদার হত্যার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক নুরুল ইসলাম খান, আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

জানা গেছে, গত ১৭ জুলাই বাড্ডার প্রগতি স্মরণীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত হন সুমন সিকদার। পরবর্তীতে তার মা মোসা. মাছুমা ২০ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৭৯ জনকে অভিযুক্ত করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ