চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মিঠাছড়া বাজারে জোস্না ডেন্টাল কেয়ারে শুক্রবার সকালে হেলমেট বাহিনী চাঁদা দাবি করে হামলা ও ভাঙচুর চালায়।
এ বিষয়ে ভুক্তভোগী দন্ত চিকিৎসক এহসান ও তার স্ত্রী মীরসরাই থানায় অভিযোগ করেন। তবে সিসি ক্যামেরায় হামলার তথ্য থাকার পরও মীরসরাই থানা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বরং রাত ৯টার দিকে জোরারগঞ্জ থানার এসআই আশিক মিঠাছড়া বাজারের জোস্না ডেন্টালে এসে অপরাধীদের পক্ষ নিয়ে এহসানের স্ত্রী ও ছোট ছোট বাচ্চাদের ধমকানোর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী এহসান ও তার স্ত্রী জানান, “আমাদেরকে আওয়ামী ফ্যাসাদ সরকারের আমলে জামাত ট্যাগ দিয়ে মিথ্যা মামলায় হয়রানি করেছে একটি চক্র। এখন একই চক্র বিএনপির রূপে পুনরায় আমাদের ওপর হামলা চালিয়েছে।”
রাতের বেলায় একজনের ঘরে ঢুকে হুমকি দেওয়ার বিষয়ে এসআই আশিক বলেন, “তদন্ত করতে এসেছি।” এমনকি তিনি নিজেকে ওসি ও এসপির থেকেও ক্ষমতাবান বলে দাবি করেন। এ সময় এহসানের স্ত্রী ও বাচ্চারা আতঙ্কে ছিলেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু এ বিষয়ে বলেন, “রাতে তদন্তের নামে ভিন্ন থানায় যাওয়া গুরুতর অপরাধ। আমি এখনই এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।”