শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

তিন মাসে ৮৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার: আনোয়ারা থানা

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।

দক্ষিণ চট্টগ্রামের মূল প্রবেশ পথ ও গুরুত্বপূর্ণ থানা আনোয়ারা। জুলাই বিপ্লবে ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর সারাদেশের মতো আনোয়ারাতেও ভেঙে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এরপর অপরাধ দমন ও আইনশৃঙ্খলা উন্নতিতে অল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়ায় আনোয়ারা থানা পুলিশের কার্যক্রম। সরকার পতনের পর আনোয়ারায় বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও উপজেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এতে থমকে যায় পুলিশি কার্যক্রম। একেবারে লণ্ডভণ্ড হয়ে যায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম।

এই সময় পাশ্ববর্তী উপজেলা গুলোতে একাধিক অপহরণ ও খুনের মতো ঘটনা ঘটে। অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনাও ঘটেছে একাধিকবার। তবে জায়গা জমি সংক্রান্ত দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আনোয়ারায় উল্লেখযোগ্য কোনো আইনশৃঙ্খলা অবনতি হয়নি। এরই প্রেক্ষিতে ১০ আগস্ট থেকে আনোয়ারা থানার নিরাপত্তায় দায়িত্ব পালন শুরু করে সেনাবাহিনী। এর ফলে আনোয়ারা থানার নিরাপত্তা পরিস্থিতি ক্রমে উন্নতি হতে থাকে। পরে পুলিশ তাদের দায়িত্ব ফিরলে থানার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়। তবে সেনাবাহিনীর সহায়তায় পুলিশি কার্যক্রম পুরোদমে চালু থাকলেও চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি।

এদিকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থানার কার্যক্রম শুরুর পর থানা পুলিশকে গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। সারাদেশের মতো ৫ আগস্ট সরকার পতনের পরে আনোয়ারা থানা পুলিশের মধ্যে বদলির প্রক্রিয়া শুরু হয়। ১৩ সেপ্টেম্বর আনোয়ারা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। তিনি যোগদানের পর বন্ধ হয়ে যাওয়া পুলিশি কার্যক্রম নতুনভাবে ঢেলে সাজান। যোগদানের পর তিনি আইনশৃঙ্খলা উন্নতিতে নানা পরিকল্পনা গ্রহণ করেন। এর মধ্যে ভেঙে পড়া কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়। ফলে আনোয়ারায় আইনশৃঙ্খলা কার্যক্রম ক্রমে উন্নতি হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। গত তিন মাসের আনোয়ারা থানা পুলিশের অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতির তথ্য পাওয়া যায়।

জুলাই আন্দোলনের সময় আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিলেন মোল্লা জাকির হোসেন। তিনি ১০ জুলাই আনোয়ারা থানায় যোগদান করেছিলেন। ৫ আগস্ট সরকার পতনের আন্দোলনের পর তাকে বদলি করা হয়। ১৩ সেপ্টেম্বর নতুন ওসি হিসেবে যোগদান করেন মনির হোসেন।

থানা সূত্রে জানা যায়, গত তিন মাসে আনোয়ারা থানায় ওয়ারেন্টভুক্ত ৮৩ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। চোর, ডাকাত ও অন্যান্য অপরাধী গ্রেপ্তার করা হয়েছে ৫৭ জন। এর মধ্যে অস্ত্রধারী ২ জন, সিএনজি চোর ১১ জন, ছিনতাইকারী ৭ জন, কিশোর গ্যাং সদস্য ৩০ জন, মাদক ব্যবসায়ী ৩৭ জন এবং অপহরণকারী ৭ জন। সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে গরু চোর, যার সংখ্যা ৩৯। মাদক মামলার সংখ্যা ২৭। উদ্ধার করা হয়েছে ২১,১০৭ পিস ইয়াবা, ৩,৭৫৫ লিটার চোলাই মদ, কার্তুজসহ দুইটি একনলা দেশীয় অস্ত্র এবং শতাধিক দেশীয় অস্ত্র।

একটি থানার জন্য কমিউনিটি পুলিশিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় এটি কাজ করে। লোকবল সংকটের কারণেই কমিউনিটি পুলিশের ধারণা তৈরি হয়েছিল। বাংলাদেশে গড়ে ৮১২ জন নাগরিকের জন্য একজন পুলিশ সদস্য রয়েছেন, যেখানে উন্নত দেশে এই হার অনেক বেশি। আনোয়ারা থানা ইতিমধ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে নাগরিকদের তালিকা তৈরি করেছে।

থানা পুলিশের সূত্র অনুযায়ী, আনোয়ারায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে ১৩০০ জন নাগরিকের তালিকা তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ৫১ থেকে ৬১ জনের একটি থানা ভিত্তিক কমিটি গঠন করা হবে। এরপর প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক কমিটি পর্যায়ক্রমে গঠন করা হবে।

সচেতন নাগরিক সমাজ মনে করেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম খুবই কার্যকর ও গুরুত্বপূর্ণ। এটি পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরি করে সমাজ তথা রাষ্ট্রের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাহায্য করে।

থানার ওসি মনির হোসেন বলেন, “৫ আগস্টের পর কিছু মানুষের মধ্যে আইন না মানার প্রবণতা দেখা গেছে। সেদিকটি গুরুত্ব দিয়ে আমরা যৌথ বাহিনীর অভিযান জোরদার করেছি। বিশেষ করে গরু চুরি বেড়ে গিয়েছিল। এটি নির্মূল করতে আমরা পরিকল্পনা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছি। আশা করছি, এটি শূন্যের কোটায় নেমে আসবে। আইন না মানার প্রবণতা বিশেষ করে কিশোর গ্যাং সদস্যদের মধ্যে দেখা গেছে। গত তিন মাসে ৩০ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ার আসর বন্ধ করতে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। নাগরিক সমাজের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। এজন্য কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে জোরদার করা হচ্ছে। আশা করছি, এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।”

 

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ