শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ক্ষতিপূরণ বিতরণ

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ আইনে এই ক্ষতিপূরণ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার চেকগুলো বিতরণ করেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, বন্য হাতির আক্রমণে নিহত দুই ব্যক্তির পরিবার, আহত ছয়জন এবং পরিসম্পদ ক্ষতিগ্রস্ত ৪৩ জনকে মোট ২৬ লক্ষ ৭২ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোঃ ইয়াছিন নেওয়াজ এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ