চট্টগ্রামের হাটহাজারীতে পৌরসভার কাচারি সড়কস্থ আমির এরশাদ প্লাজায় ‘বার্গার হাইলে আইয়ুন’ নামক একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে উল্লেখিত মার্কেটের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত মিরাজের মালিকানাধীন ফাস্টফুডের দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।
এদিকে আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং কিংবা পানির ব্যবস্থা রাখার কথা থাকলেও কর্তৃপক্ষ কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে এখানে ব্যবসায় প্রতিষ্ঠান ভাড়া দেয়। এতে খাবারের দোকানের গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে ধারণা স্থানীয়দের।
এ বিষয়ে জানতে উক্ত মার্কেটের মালিক মোঃ মোজাহেদ দেখা করতে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এদিকে ওই দোকানের প্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ওই মার্কেটের একটি মোবাইল দোকানের মোবাইলসহ মালামাল এবং একটি সেলুনের সম্পূর্ণ আসবাবপত্র এবং আশেপাশের কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় আশেপাশের অনেক দোকানঘর আগুনের হাত থেকে রক্ষা পায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তারা। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় তাদের ২০/৩০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান বুধবার দুপুরের দিকে এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আশেপাশের অনেক দোকানপাট আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তাধীন আছে বলেও জানান তিনি।