বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

গভীর রাতে মাটি কাটার সময় আটক, পটিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে কৃষি জমি, পাহাড় ও টিলার মাটি কাটার অপরাধে আমির হোসেন (৩২) নামের একজনকে গ্রেফতার করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উপস্থিত ক্ষেত্রে জরিমানার টাকা পরিশোধ করায় গ্রেফতারকৃতকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার বেলা ২টার দিকে পটিয়া থানার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার টাকা আদায় করেন।

গ্রেফতারকৃত আমির হোসেন পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আল্লাই কাগজী পাড়া এলাকার মৃত শেখ আহমদের পুত্র।

জানা যায়, থানার সামনে অফিস বসিয়ে জনৈক সাংবাদিকের তত্ত্বাবধানে থানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত নুরুল আমিন ওরফে মোটা আমিন এবং নুরুল আলম ওরফে নুরুর নেতৃত্বে মাটি কাটার একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়। প্রায় রাতেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় গুটিকয়েক রাজনৈতিক নেতাকে ম্যানেজ করে এই সিন্ডিকেট কৃষি জমির টপসয়েল, পাহাড় ও টিলায় অনিয়ন্ত্রিতভাবে মাটি কাটছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পানবাজারের পূর্ব দিকে টপসয়েল কাটার খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালায়। এ সময় মাটি পরিবহনের একটি পিকআপ আটক করা হয়। ঘটনাস্থলে স্ক্যাভেটর অচল করে দেওয়া হয়।

পটিয়া থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, কৃষি জমির টপসয়েল কাটার দায়ে আমির হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে টাকা আদায় করা হয়েছে। ভবিষ্যতে অভিযান চলমান রাখা হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ