বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কর্ণফুলীতে সেনাবাহিনীর অভিযানে আটক কামরুল হাসান, উদ্ধার ইয়াবা ও মোবাইল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে মো. কামরুল হাসান (২৮) নামে একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শিকলবাহা আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কামরুল হাসানকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৭৭ পিস ইয়াবা ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃত কামরুল হাসান কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বাদালপাড়ার বাসিন্দা। সেনাবাহিনী তাকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য কর্ণফুলী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযান সম্পর্কে শিকলবাহা ক্যাম্প কমান্ডার বলেন, “জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ