শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

রাঙ্গুনিয়ায় গোলাম সারোয়ার মঞ্জুর সংবর্ধনায় বিএনপি নেতাদের মিলনমেলা

স্টাফ রিপোর্টার, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাসী বিএনপি নেতা গোলাম সারোয়ার মঞ্জু সংবর্ধিত হয়েছেন। স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে গত ১৮ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় রাঙ্গুনিয়াস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্প অর্পণের পূর্বে রাউজান ও রাঙ্গুনিয়ার শতাধিক নেতা কর্মীরা নানাভাবে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলেন জিয়ার মাজার অঙ্গন।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি শহীদ জিয়ার কর্ম ও রাজনৈতিক আদর্শ এবং বিগত ১৫ বছরের আওয়ামী দু-শাষণ তুলে ধরে বক্তব্য রাখেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি হাসান উল্লাহ, উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাসেম রানা, বিএনপির উত্তর জেলার নেতা তাজুল ইসলাম, উত্তর জেলা সেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ জামশেদ, উর্কিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও রাউজান উপজেলা যুবদলের সিনিয়র সদস্য শেখ মোহাম্মদ নাজিম উদ্দীন প্রমুখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ