দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে মধ্যরাতে চলছে মাটি কাটার রমরমা উৎসব। দিনের বেলায় সাধু হলেও রাতের বেলায় পাল্টে যায় এদের চিত্র। ফসলি জমিকে লক্ষ্য করে প্রতি রাতে কাটা হচ্ছে ফসলি জমির মাটি।
মাটি কেটে বিক্রি করার সময়ে হাতে নাতে ৩ যুবককে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) আনুমানিক রাত ১০টার সময়ে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরম পাড়া এলাকায় মাটি কেটে বিক্রি করার সময়ে মিনি ট্রাকসহ ৩ যুবককে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জাফরাবাদ এলাকার মোহাম্মদ আশরাফের ছেলে মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলার ছিদ্দিক আহমেদের ছেলে হাবিবুর রহমান, সাতবাড়িয়া এলাকার শামসুল ইসলামের ছেলে নুরুল করিম। সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, রাতের বেলায় মাটি কেটে বিক্রি করার সময় ৩ যুবককে আটক করা হয়। পরে তাদেরকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।