শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে রাউজানে গীতাপাঠ ও প্রসাদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিমগুজরার কেরানীহাট বনিকপাড়ায় শ্রীশ্রী রঘুনাথ ঠাকুর মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ১৩ থেকে ১৫ জানুয়ারি ২০২৫ তিন দিনব্যাপী শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ, অষ্টপ্রহরব্যাপী সর্বজনীন মহোৎসব ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

ভোরে রঘুনাথ সম্প্রদায়ের নগর জাগরণী কীর্তন এবং শ্রীশ্রী রঘুনাথ ঠাকুর সনাতন বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অধিবাস কীর্তন পরিচালনা করেন অধ্যাপক রাজীব বিশ্বাস ও তার দল। এতে পৌরহিত্য করেন মিরসরাই শ্রীশ্রী রাধামাধব জিউ আশ্রমের শ্রী যশোনন্দ দাস।

রঘুনাথ মন্দিরের পরিচালনা পরিষদের উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও মন্দির কমিটির উপদেষ্টা, সাবেক ব্যাংক কর্মকর্তা মৃদুল পারিয়াল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক সিদুল ধর, মন্দির পরিচালনা কমিটির সভাপতি অপু ধর, সাধারণ সম্পাদক পিন্টু ধর, অর্থসম্পাদক সজল ঘোষ, মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি সনজিত ধর বাপ্পু, সাধারণ সম্পাদক শ্রী অজিত ধর, অর্থসম্পাদক শ্রী বিজয় ধর সনেট প্রমুখ।

এই মহোৎসব উপলক্ষে দেশ-বিদেশ থেকে হাজারো ভক্তবৃন্দ উপস্থিত হন এবং মহাপ্রসাদ গ্রহণ করেন।

তিন দিনব্যাপী এই ধর্মানুষ্ঠানে নামাঞ্জলি অর্পণ করেন বেদবীণা সম্প্রদায়, জয়রাম সম্প্রদায়, প্রভু দয়ালকৃষ্ণ সম্প্রদায় ও নব বেদবাণী সম্প্রদায়। সর্বজনীন অষ্টপ্রহরব্যাপী মহোৎসব ও গীতাপাঠ উপলক্ষে উৎসব অঙ্গনের চারপাশে এক বিশাল মেলা বসে।

 

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ