শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে সংগঠনের নেতৃবৃন্দের জমজমাট আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

চন্দনাইশ উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন গত ৩ জানুয়ারি বিকেলে পৌরসভার কমর আলী সিকদার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কেএম আহসান উদ্দিন সাদেক পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এস.এম লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, মুহাম্মদ শফিউল আলম, সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন সিকদার এবং এডভোকেট আরিফুল ইসলাম আরিফ।

সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল খালেকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ফেডারেশনের নেতারা যথাক্রমে মাওলানা আইয়ুব আলী, মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন, কাজী মাওলানা কুতুব উদ্দিন, মুহাম্মদ কমর উদ্দিন সিকদার। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন কাজী মাওলানা মোজাহেরুল কাদের, শ্রমিক নেতা সেলিম উদ্দিন প্রমুখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ