শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ইটভাটার অনিয়মে হাটহাজারীতে মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারীতে ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে তিনটি ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন।

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন জানান, মাটি কাটার অনুমতি ও লাইসেন্স না থাকায় “ইটভাটা প্রস্তুত ও স্থাপন আইন ২০১৩” এর ১৫ ধারায় ডায়মন্ড অটো ব্রিক ফিল্ডকে ১ লক্ষ টাকা, জেনারেল ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা, এবং এমবি ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস এবং হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ