বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

আ. লীগের কর্মসূচি সরকার পরিচালনার ঢিলেঢালা ধরনকে দায়ী করলেন রিজভী

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ ও কঠোর হরতালের ডাক দিয়েছে। এ মাসে ১০টি দাবির ভিত্তিতে ৫ ধরনের কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের রাজপথে কর্মসূচি ঘোষণা করার জন্য দায়ি অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, ৬ মাস পর আওয়ামী লীগ এখন এই পরিস্থিতিতে পড়েছে এবং এর জন্য দায়ী ঢিলেঢালা সরকার পরিচালনা।

রিজভী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে প্রতিবন্ধী রিকশাচালক মামুনের জন্য আর্থিক সহযোগিতা প্রদানের অনুষ্ঠানে এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার কাছে নারী ও শিশুর জীবনের কোনো মূল্য ছিল না, তার কাছে শুধুমাত্র সিংহাসনই মূল্যবান ছিল। হাজারো মানুষের সন্তানের মৃত্যু, ক্রসফায়ার এবং বিরোধী দলের নেতাদের মরদেহ দেখে খুশি হওয়া—এসব বিষয় নিয়ে তিনি তার তীব্র সমালোচনা করেন।

এছাড়া তিনি প্রশ্ন তোলেন, যারা আহনাফ, আবু সাঈদ এবং মুগ্ধকে হত্যা করেছে, তারা সবাই আইনের লোক, তবে কেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে না?

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ