অদ্য ১৫/০৭/২০২৫খ্রি. তারিখ সকাল ০৮:৩০ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব সুধাংশু শেখর হালদার এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন শেখেরখীল ইউপিস্থ ০৬নং ওয়ার্ড পেকুয়া টু চট্টগ্রাম পাকা সড়ক কাটা নাসির পুলের উত্তর পাশে রাস্তার পশ্চিম পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করে অভিযান পরিচালনা করিয়া আসামী ১।মনির আহমদ (২৬),পিতা-মীর আহমদ, মাতা-জয়নব বিবি,সাং-সেগুন বাগিচা, খুটাখালী, ০৬নং ওয়ার্ড, খুটাখালী ইউপি, থানা-চকরিয়া, জেলা– কক্সবাজার, ২।লতিফ আলী, পিতা-মৃত সোলতান আহমদ, মাতা-খোতেজা বেগম,সাং-পূর্ব নওদা বাস,০৮নং ওয়ার্ড, নওদা বাস ইউপি,থানা-হাতিবান্ধা, জেলা লালমনিরহাটদ্বয়কে ৪২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনকাজে ব্যবহৃত ০২ টি মোটর সাইকেলসহ গ্রেফতার করেন।
এই সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
৪২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০২ টি মোটর সাইকেলসহ ০২ জন আসামি গ্রেফতার।
প্রেস রিলিজ, বাঁশখালী থানা, চট্টগ্রাম।