শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

৩ চেয়ারম্যান প্রার্থী প্রত্যাহার, পটিয়ায় নির্বাচনের মাঠে হারুন ও দিদার

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের নির্বাচনে তিন জন চেয়ারম্যান পদ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে। ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ দিন চেয়ারম্যান পদে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ ও উপজেলা কৃষক লীগের আহবায়ক সৈয়দ নুরুল আবসার প্রার্থিতা প্রত্যাহার করেন বলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে ৫ মে  মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে সব প্রার্থীর প্রার্থিতা বৈধতা পায়। বৈধ প্রার্থীর ৫ জনই সরকার দলীয় আওয়ামী লীগের। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে।

রবিবার ১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলা থেকে সর্বশেষ চূড়ান্ত প্রার্থীর তালিকায় রয়েছেন ২ জন। এরা হলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কঅমকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, আজ রবিবার চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচনের মাঠে রয়েছে আর ২ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে ৮জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন রয়েছে তারা কেউ প্রত্যাহার করেনি।

উল্লেখ্য, এবারের উপজেলা নির্বাচনে ১২৮ টি কেন্দ্রে পটিয়ার ৩ লাখ ৩৪ হাজার ৫৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ৭৩৮ জন, নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮০৬ জন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ