বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

“১২ ডিসেম্বর থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের এক ভরি ১,৪০,২৭১ টাকা”

অনলাইন ডেস্ক

দেশের বাজারে এক দিনের ব্যবধানে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন মূল্য এক লাখ ৪০ হাজার ২৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।

১২ ডিসেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হবে, জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। এর পর কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

নতুন দামে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য এক হাজার ৮৭৮ টাকা বাড়িয়ে এক লাখ ৪০ হাজার ২৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে এক লাখ ৩৩ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৪০ টাকা বাড়িয়ে এক লাখ ১৪ হাজার ৭৭৪ টাকা, আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩১৮ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ২৫৭ টাকা করা হয়েছে।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা।

এর আগে, ৯ ডিসেম্বর থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে এক লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা করা হয়েছিল, যা ১০ ডিসেম্বর থেকে কার্যকর ছিল। এরপর ১১ ডিসেম্বর আবার স্বর্ণের দাম বাড়ানো হলো।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ