রাঙ্গুনিয়া মরিয়মনগর থেকে ইসলামপুর গাবতল পর্যন্ত ১৮ কিলোমিটার ডিসি সড়ক। প্রতিদিন এই ডিসি সড়কে ৭টি ইউনিয়নের কয়েক হাজার গাড়ি ও মানুষ চলাচল করে। এই সড়ক দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন কৃষিপণ্য যাতায়াত করে।
সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে কাজ শুরু হয়েছে। প্রথম দিকে সড়কের দুই পাশে মাটি খননের কাজ চলছে। এই ডিসি সড়কের দুই পাশ ছোট হওয়ায় একসাথে ২টি গাড়ি চলাচল করতে হিমশিম খেতে হয়, তবে এবার ডিসি সড়ক প্রশস্তকরণের কাজে নেমেছে সড়ক ও জনপথ বিভাগ। সড়কের দুই পাশে ৫ ফুট করে ১২০০ মিটার সড়ক প্রশস্তকরণের কাজ চলবে। পরবর্তীতে মরিয়মনগর থেকে ইসলামপুর গাবতল পর্যন্ত সড়ক প্রশস্তকরণ হতে পারে।
এদিকে দীর্ঘদিনের দাবি সড়ক প্রশস্তকরণের কাজ দেখে জনমনে স্বস্তি ফিরেছে। এই সড়কে চলাচলকারীরা বলছেন, যদি মরিয়মনগর টু গাবতল পর্যন্ত প্রশস্তকরণ হতো তাহলে আরো ভালো হতো। আশা করছি, পুরো সড়ক জুড়ে প্রশস্তকরণ করা হবে।
এ কাজে দায়িত্বে থাকা চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারী মোহাম্মদ কামাল জানান, “এই সড়কটি ছোট হওয়ায় ২টি গাড়ি একসাথে ক্রস করতে পারে না এবং দীর্ঘদিন ধরে মানুষের ভোগান্তি লেগে আছে, তাই সড়ক ও জনপদ বিভাগের মাধ্যমে মরিয়মনগর ডিসি সড়কের দুই পাশে ৫ ফুট করে প্রশস্তকরণের কাজ চলছে। প্রাথমিকভাবে আমরা ১২০০ মিটারের সড়ক প্রশস্তকরণের কাজ করছি।”