শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

১০০ জন বাক-শ্রবন ও অচ্ছল প্রতিবন্ধী পেলেন সাবেক প্যানেল মেয়র ডক্টর নিছার উদ্দিন আহমেদ মন্জু’র উপহার

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ বুধবার ২৪ খ্রিঃ চট্টগ্রাম শহরের বসবাসকারী ১০০ জন বাক-শ্রবন ও অচ্ছল প্রতিবন্ধীদের মাঝে সাবেক প্যানেল মেয়র ডক্টর নিছার উদ্দিন আহমেদ মন্জু’র উপহার পেলেন।

চট্টগ্রাম এম,এ,আজিজ স্টেডিয়াম খেলোয়াড় সমিতির কার্যল্যয়ে আয়োজিত বাক-শ্রবন ও অচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক প্যানেল মেয়র ডক্টর নিছার উদ্দিন আহমেদ মন্জু।

এসময় তিনি বলেন চিত্তকে প্রসারিত করে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান মানুষের যেকোন দুঃখ দুর্দশায় এগিয়ে আসার নামই হচ্ছে মানবিক সহায়তা। আর এই সহায়তা করতে পারার মধ্যে এক ধরণের তৃপ্তি এবং আনন্দ রয়েছে। কিন্তু সেই আনন্দগুলোকে এক শ্রেণির মানুষ সামর্থ থাকা সত্ত্বেও তারা এগিয়ে আসে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের আহবান থাকবে সকল বিত্তবান মানুষেরা দুঃস্থ মানুষের প্রতি সদয় হবেন।

এসময় উপস্হিত ছিলেন কিশোর দও মানু,একরাম আফসসর,ইকবাল,বাদশা,মোশারফ হোসেন লিটন,আবু সুফিয়সন,রোকন উদ্দিন,সাহেদ হোসেন হিরা সহ প্রমূখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ