তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। প্রখর রোদ উপেক্ষা করে তাদের কাজ করতে হচ্ছে। মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবীদের রোদের খরতাপ থেকে রক্ষা করতে গামছা বিতরণ করা হয়েছে।
বুধবার (১ মে) বিকালে পটিয়া পৌরসভার বাইপাস সড়কের সামনে শতাধিক রিকশা, ভ্যানচালক ও বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষদের গামছা দেওয়া হয়।
এপেক্স ক্লাব অব পটিয়ার গামছা পেয়ে ভ্যানচালক আব্দুল মোনাফ চৌধুরী বলেন, ‘মাথায় গামছা প্যাঁচাইয়া কত দিন খ্যাপ মারছি। গামছাটা নষ্ট হয়ে গেছে । আপনারা ম্যালা (অনেক) বড় উপকার করলেন নতুন গামছা দিয়ে। আল্লাহ আপনাগো ভালো করবে।’
গামছা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চাটার প্রেসিডেন্ট সৈয়দ মিয়া হাসান, ক্লাবের সভাপতি মোঃ লিয়াকত আলী, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু সাঈদ তালুকদার খোকন, ক্লাব সেক্রেটারি এন্ড ডিএন এডিটর মোর্শেদুর রেজা সবুজ, মোহাম্মদ নাফিস করিম চৌধুরী, নাঈম উদ্দিন আলমদার , মোহাম্মদ নাসির উদ্দিন, ইউপি সদস্য রেখা দাস মেম্বার, তসলিমা নূর মেম্বার, শিক্ষক মমতা নাথ, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সুমন নাথসহ আরো অনেকে।
এ সময় ক্লাবের ফাউন্ডার এন্ড চাটার প্রেসিডেন্ট সৈয়দ মিয়া হাসান বলেন, ‘আজ মহান মে দিবসে এপেক্স ক্লাব অব পটিয়া খেটে খাওয়া শ্রমজীবীদের জন্য গামছা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এভাবে বিভিন্ন উপায়ে মানবতার সেবায় আমাদের ক্লাব কাজ করে চলছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আমাদের ক্লাব সব সময় এগিয়ে আসে।