চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নতুন আংশিক কমিটিতে আনোয়ারার লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। সদ্য ঘোষিত কমিটিতে স্থান পাওয়ায় বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করেছেন তাদের সমর্থকরা।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কালাবিবির দিঘি মোড় এলাকায় এই আনন্দ র্যালি বের করা হয়।
এর আগে, কমিটি ঘোষণার পর মিষ্টি বিতরণ, ঢোল তবলা বাজিয়ে উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা।
হেলাল উদ্দিনের উদ্দেশে নেতাকর্মীরা বলেন, ‘রাজপথ কখনো বেঈমানি করে না। বিএনপির দুঃসময়েও সব সভা-সমাবেশ, কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে মাঠে থেকেছেন আমাদের সবার প্রিয় লায়ন মো. হেলাল উদ্দিন। তাই কেন্দ্র তার পরিশ্রমকে মূল্যায়ন করেছেন।’