রবিবার, ১১ মে ২০২৫
spot_img
শিরোনাম

হাটহাজারীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান আটক

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।

হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভু (৫০)–কে হত্যাসহ দুটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ মে) বেলা ১১টার দিকে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার ভোররাতে পৌর সদরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা গেছে, চেয়ারম্যান নুরুল আহসান লাভু হাটহাজারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ঘনিষ্ঠজন ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী মডেল থানা পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) যৌথভাবে অভিযান চালিয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট দায়ের করা একটি হত্যা মামলা এবং আরও একটি মামলায় তাকে গ্রেফতার করে।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক জানান, গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ