বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

হাটহাজারীতে ফুটবল টুর্নামেন্ট মাদকমুক্ত সমাজ গড়ার প্রচেষ্টা

জাহেদুল আলম জাহিদ। হাটহাজারী

হাটহাজারীতে শহীদ জিয়া স্মৃতি নাঙ্গলমোড়া আন্ত:ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার উপজেলার নাঙ্গলমোড়া উচ্চবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক, চট্টগ্রাম এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আলহাজ্ব লায়ন সালাউদ্দীন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দীন চেয়ারম্যান। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ শরিফুল ইসলাম তুহিন। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল।

উদ্বোধনী খেলায় কামাল উদ্দীন টিটু স্মৃতি ফুটবল একাদশ ও মুসলিম উদ্দীন চৌধুরী স্মৃতি ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথমার্ধে খেলা শূন্য-শূন্য ম থাকলেও শেষদিকে কামাল উদ্দীন টিটু স্মৃতি ফুটবল একাদশ ১-০ গোলে মুসলিম উদ্দীন চৌধুরী স্মৃতি ফুটবল একাদশকে পরাজিত করে জয়ের মালা লুপে নেয়। রুবায়েতের জোড়ালো শর্ট গোলরক্ষকের পাশ দিয়ে বল গোললাইন অতিক্রম করে। গোল উৎসবে মাতে তার দল ও সমর্থনকারীরা।

খেলা শেষে বিজয়ী ও পরাজিত উভয় দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের এর পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কৃত করা হয়। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিরা।

এসময় প্রধান অতিথি গিয়াস উদ্দীন চেয়ারম্যান শিক্ষার মান বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধিসহ খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে তোলার জন্য সমাজের সকল পর্যায়ে জনগণকে এগিয়ে আসার অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে সালাউদ্দীন আলী বলেন এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হবে। একইসাথে ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতা বৃদ্ধি পাবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার শপথে এবং একটি উন্নত বাংলাদেশ গড়ার গভীর অভিপ্রায়ে সুস্থ, সবল ও কর্মঠ হিসেবে তরুণ সমাজকে প্রস্তুত করতে এই ধরনের উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ হারুন চৌধুরী, সাবেক সদস্য গাজী মোরশেদ উল আলম, শাহাব উদ্দীন, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ শাহাবউদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক মো. শফিউল আলম বাবু, আহবায়ক কমিটির সদস্য মো. আকতার হোসেন ভুট্টো মেম্বার প্রমূখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ