বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

হাটহাজারীতে পূর্ণতা ভক্তদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারী এনায়েতপুর মহাযোগী শ্রী শ্রী ব্রজেন্দ্র সাধু বাবাজীর ৪৭তম মহা-প্রয়াণ দিবস উপলক্ষে ২, ৩, ৪ ও ৫ জানুয়ারি (বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার) চারদিনব্যাপী ধর্মীয় সভা, সংগীতাঞ্জলি, মঙ্গলারতি, ধৃতপ্রদীপ প্রজ্জ্বলন, শুভ অধিবাস এবং ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

শুভ অধিবাসের পৌরোহিত্য করেন শ্রী শ্রী মদনগোপাল সেবাশ্রমের অধ্যক্ষ বৈষ্ণবপ্রবর শ্রী মুরালী দাস বাবাজী। কীর্তন পরিবেশন করেন শ্রী অধর দত্ত।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল প্রসাদ মহাজন এবং ইউপি সদস্য শফিউল আজম।

শ্রী শ্রী ব্রজধাম আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি মাইকেল দে-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি অধ্যাপক সবুজ কান্তি নাথ। স্বাগত বক্তব্য দেন ডা. রনজিৎ কান্তি দাশ। আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি বিজয় কুমার বণিক, সাধন নন্দী, কাজল কান্তি চক্রবর্ত্তী, শিক্ষক সন্তোষ মজুমদার, অধ্যাপক সুকুমার বণিক, সৌমিত্র চক্রবর্ত্তী, এবং উজ্জ্বল চক্রবর্ত্তী।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সহ-সাধারণ সম্পাদক ডা. সুভাষ চন্দ্র নাথ, কবিরাজ প্রিয়তোষ শীল, অর্থ সম্পাদক টিটু বণিক, সহ-অর্থ সম্পাদক আশীষ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বিধান বণিক, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন বণিক, উজ্জ্বল কুমার দে, হিসাব নিরীক্ষণ সম্পাদক সুমিত্র সেন, সাংস্কৃতিক সম্পাদক হরিতোষ বণিক, ধর্মীয় সম্পাদক সুভাষ বণিক, সমাজকল্যাণ সম্পাদক ডা. অর্পণ কুমার শীল এবং অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে হাজার হাজার পূর্ণতা ভক্ত সমবেত হয়ে মহতী ষোড়শ প্রহর মহোৎসবে অংশগ্রহণ করেন।

 

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ