বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

হাটহাজারীতে তিন যুবকের মাদকসেবনে বিশৃঙ্খলা, মোবাইল কোর্টে কারাদণ্ড

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল কোর্টের মাধ্যমে তিন যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। হাটহাজারী পৌরসভার আলীপুর এলাকায় মাদকাসক্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে এ তিন যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—আলীপুর ৪নং ওয়ার্ডের মোঃ সিরাজের ছেলে মোঃ রানা (২০), বীরহাট আজমীরগঞ্জ হবিগঞ্জের মোঃ রহিমের ছেলে মোঃ মাসুম মিয়া (১৯) এবং হাটহাজারী পৌরসভা কামালপাড়ার রিটু চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৯)।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন হাটহাজারীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

তিন আসামিকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি, মোবাইল কোর্টে মোট ৩০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়।

ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করছিল তারা। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান তিনি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ