শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

হাটহাজারীতে তিন দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক,হাটহাজারীঃ

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসভার কবুতরহাটে আগুনে পুড়ল লেপ-তোশকের দোকান ও হার্ডওয়্যারের দোকান।

সোমবার(২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, হাজী আবুল কালাম এন্ড ব্রাদার্স এর লেপ-তোশকের দোকান এবং মেসার্স মক্কা হার্ডওয়্যার এর দোকান।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর ১টার দিকে লেপ-তোশকের দোকানে হঠাৎ আগুনের লেলিহান শিখা মুহুত্তেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, পৌরসভার কবুতরহাটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা কওে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমরা ঘটনাস্থলে আছি ক্ষয়-ক্ষতির রিপোর্ট তৈরী করছি। তবে অগ্নিকান্ডে একটি লেপ-তোশকের দোকান সম্পূন্ন পুড়ে গেছে এবং হার্ডওয়্যারের দোকানের কিছু অংশ পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের রিপোর্ট নির্ণয় চলছে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, মডেল থানার ওসি হাবিবুর রহমান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ