বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

হাটহাজারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ব্যবসায়ী মহলে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারী পৌরসভা এলাকায় একটি ঝাল বিতান দোকানের কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে হাটহাজারী পৌরসভার বাস স্টেশনস্থ ইদ্রিস টাওয়ারের পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার দিকে বাস স্টেশন এলাকার মো. রফিক নামের এক ব্যক্তির মালিকানাধীন “ভাই ভাই ঝাল বিতান” নামক প্রতিষ্ঠানের উল্লেখিত স্থানে টিনের তৈরি কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এলাকাটি বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এসময় আশেপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট, ওয়্যার হাউজ পরিদর্শক রিভেনের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশেপাশের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস কর্মীদের কাছে জানতে চাইলে, তারা বলেন তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, যথাযথ প্রশাসনের নিষ্ক্রিয়তায় যার যেখানে যেভাবে খুশি, সেভাবে ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা দিয়ে বসে যাচ্ছে। আজ যদি সময়মতো ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে না পারতেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হতো, তাহলে আমরা অনেক ব্যবসায়ী পথের ফকির হয়ে যেতাম। তারা দ্রুত সময়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এবং যার যেখানে যেভাবে খুশি সেভাবে ব্যবসা পরিচালনা করতে না পারার বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার দাবী জানান।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ