বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

হাটহাজারীতে এনআইডি পরিসেবা স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশনের অধীন থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের সামনে “স্ট্যান্ড ফর এনআইডি” শিরোনামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির কারণে নির্ধারিত সময়ের জন্য উপজেলা নির্বাচন অফিসের সব কার্যক্রম বন্ধ ছিল।

এসময় কর্মসূচিতে উপজেলা নির্বাচন অফিসার পরান্টু চাকমা, অফিস সহকারী খলিলুর রহমান, ডাটা এন্ট্রি অপারেটরসহ উপজেলা নির্বাচন অফিস ও উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ সকল সেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচীতে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাচন অফিসার পরান্টু চাকমা বলেন, ‘জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সরিয়ে নতুন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। দাবি না মানা হলে আমরা কেন্দ্র ঘোষিত পরবর্তী কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানান তিনি।’

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ