বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

হাটহাজারীতে অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।

হাটহাজারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড মোড়ে ভাতঘর হোটেলকে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।

তিনি জানান, নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে হাটহাজারী বাস স্টেশন মোড়ে সড়কের জায়গা দখল করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির কারণে ভাতঘর হোটেল (জামাল, পিতা: বজল আহম্মদ)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা আদায়পূর্বক সতর্ক করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ