বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কর্ণফুলীতে সেবা সপ্তাহ: তিন দিনের মধ্যে মিলছে সকল সনদ

কর্ণফুলী প্রতিনিধি চট্টগ্রাম।

কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদে সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে ।

৯ ডিসেম্বর (সোমবার) সকাল ১১টায় বড়উঠান ইউপি কার্যালয়ে,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রয়া ত্রিপুরা  সভাপতিত্বে  ইউপি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী  অফিসার মাসুমা জান্নাত।

উক্ত  অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোমা চৌধুরী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. শাহাবুদ্দীন, বড়উঠান ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

সেবা সপ্তাহ চলাকালে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স, চারিত্রিক সনদপত্র, ভূমিহীন সনদপত্র, ওয়ারিশান সনদপত্র, অবিবাহিত সনদপত্র, প্রত্যয়নপত্র, অস্বচ্ছল প্রত্যয়নপত্র, নাগরিক সনদপত্র, উত্তরাধিকার সনদপত্রসহ সকল ধরনের সেবা প্রদান করা হচ্ছে। সেবা নিতে আসা গ্রাহকরা জানান, আগে একটি জন্মসনদ নিতে হয়রানি ও মাসের পর মাস সময় লাগতো, আর এখন তিন দিনের মধ্যে সনদ হাতে পেয়ে তারা অত্যন্ত খুশি।

সহকারী কমিশনার(ভূমি)রায় ত্রিপুরা বলেন আমি চেয়ারম্যানের অনুপস্থিতে দায়িত্ব নেওয়ার পর সাধারণ মানুষের  অভিযোগ সমস্যা  অনুধাবন করে চিন্তা করেছি ইউপি সপ্তাহ মাধ্যমে জনগণ কে উদ্বুদ্ধ করতে হবে এবং তাদের সচেতনতা করতে সেবা সপ্তাহ উদ্বোধন করেছি। ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবার প্রদানের বিষয়টি নিশ্চিত করা। জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা। সেবা গ্রহণে জটিলতা ও সময়ক্ষেপণ কমানো। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ