আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য এবং সেনাকর্মকর্তাসহ ৯ জনকে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে। আদালত তাদের বিরুদ্ধে নতুন মামলা দিয়ে গ্রেফতারি দেখানোর আদেশ দিয়েছেন।
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিউ মার্কেট থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একইভাবে, সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানার একই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, জাসদের সভাপতি ও সাবেক এমপি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।
এছাড়া, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জিয়াউল আহসান এবং সাবেক এমপি সাদেক খানকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
অন্যদিকে, নরসিংদীর সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য কামরুল আশরাফ খানকে পল্টন থানার মামলায় গ্রেফতার করে আদালত ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন।