রবিবার, ৩১ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

হত্যা-ভাঙচুর মামলায় মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হত্যা ও ভাঙচুর মামলায় নিয়মিত হাজিরা শেষে আবারও ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তাকে বহনকারী প্রিজনভ্যান লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজকে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।

এর আগে, সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে নিয়মিত হাজিরার জন্য মমতাজ বেগমকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। দুপুরে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছিন আহসান চৌধুরীর এজলাসে হাজির করা হলে বিচারক ৬ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

২০১৩ সালে সিংগাইরে হত্যা মামলায় চার দিনের এবং ২০১৮ সালে হরিরামপুরে জেলা বিএনপির সভাপতির বাসায় হামলা-ভাঙচুর মামলায় দুই দিনসহ মোট ছয় দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এ সময় আদালত প্রাঙ্গণে জড়ো হওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মমতাজ বেগমের মুক্তির দাবিতে স্লোগান দেন এবং তাকে পুলিশের প্রিজনভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ করেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ