সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি সালেহা বেগমের সন্তান মুছাপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী মো. রাজুর ওপর ১১ জানুয়ারি সকাল ১১টায় পণ্ডিতের হাটে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে আঘাত করে মাথা থেঁতলে দেওয়ার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সালেহা বেগম।
১৩ জানুয়ারি সোমবার বিকেল ৫টায় পণ্ডিতের হাট সন্দ্বীপ কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সালেহা বেগম বলেন, শনিবার সকাল ১১টায় সাকিব, রাকিব, মোশাররফ, শাহী ও রিজভী দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ছেলের ওপর হামলা চালায়। তাঁরা রাজুকে লোহার রড দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। এ ঘটনায় ওই পাঁচজনকে আসামি করে সন্দ্বীপ থানায় মামলা করা হলেও এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
তিনি প্রশাসনের প্রতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের আহ্বান জানিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে তিনি তাঁর দল নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালেহা বেগমের স্বামী কামাল হোসেন, সন্ত্রাসী হামলায় আহত রাজু, মুছাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর আলীম এবং মুছাপুর ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।