চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি-জামায়াত, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এবং এলাকার হিন্দু সম্প্রদায় অভিযোগ তুলেছেন যে, আওয়ামী লীগ এই অনুষ্ঠানকে দলীয় শোডাউনের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে। এছাড়াও অনুষ্ঠান আয়োজনে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে স্থানীয়দের আশঙ্কা, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ একক আধিপত্য বিস্তারের মাধ্যমে শোডাউন করতে পারে এবং হিন্দু মন্দিরে হামলার শঙ্কাও রয়েছে। ইতিমধ্যে, অনুষ্ঠানকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, তবে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ স্থানীয়দের।
প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অনুষ্ঠান উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশের কথা থাকলেও সেটি একটি কট্টর আওয়ামীপন্থী গ্রুপ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আওয়ামী লীগ নেতাদের ছবি ও ছাত্রলীগ-যুবলীগ নেতাদের অন্তর্ভুক্ত করেছে। এছাড়া, ম্যাগাজিনে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ইদ্রিস এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের ছবি ব্যবহার করা হয়েছে, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে একুশতম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রবিন বলেন, “স্কুলের অনুষ্ঠানকে দলীয় উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এখানে একটি নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। আমরা তা প্রতিহত করব।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন বলেন, “এটি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেখবেন এবং তিনি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।”
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, “আমি আজ জেলা প্রশাসকের কার্যালয়ের একটি প্রোগ্রামে ছিলাম। কাল বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।”